ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর ভোটের দিন ছুটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
পৌর ভোটের দিন ছুটি ঘোষণা

ঢাকা: পৌরসভা নির্বাচনের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর (বুধবার) নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বুধবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

এদিন বাংলাদেশের ২৩৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আদেশে বলা হয়, পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেওয়া ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

নির্বাচনী এলাকায় ভোটের দিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বহির্ভুত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএমএ/আইএ

** পুলিশ চায় ৬৯ কোটি, শুকনা খাবারেই ৬ কোটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।