ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নওগাঁ থেকে মাজেদুল নয়ন

ভোটের পরিবেশে বিএনপি খুশি

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ভোটের পরিবেশে বিএনপি খুশি ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ থেকে: বর্তমান ভোটের পরিবেশে বেশ খুশি জেলা এবং পৌরসভা বিএনপির নেতারা। এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় আবারো ধানের শীষ জিতবে বলে আশা করছেন তারা।



তবে সবকিছুই নির্ভর করবে পৌরসভার বর্ধিত ওয়ার্ডগুলোর ভোটারদের রায়ের ওপর।

নওগাঁ শহর সন্ধ্যার পরপরই ফাকাঁ হতে শুরু করে। ছোট্ট এ শহরের মানুষজন বেশিরভাগই গ্রাম থেকে আসেন। সন্ধ্যার পর আবার ফিরে যান গ্রামে। তাই মানুষের সংখ্যাও কম।

২০১৫ সালের পুরো বছরে এ জেলায় উল্লেখযোগ্য কোনো অনাকাঙ্খিত ঘটনা নেই। বিএনপি বা আওয়ামী লীগের প্রার্থী কারো বিরুদ্ধেই নেই কোনো মামলা-হামলার অভিযোগ।

তাজ সিনেমা হলের সামনের দোকানদার বলেন, নওগাঁ শান্তিপূর্ণ জায়গা। দলাদলি নেই।

নওগাঁর ৩টি পৌরসভার ২টিতে নির্বাচন হচ্ছে। প্রায় ৮০ হাজার ভোটারের নওগাঁ পৌরসভায় ৪ জন প্রার্থী। এদের মধ্যে বর্তমান মেয়র বিএনপির নজমুল হক সনি লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে।

মুক্তির মোড়ে বিএনপির ক্যাম্প অফিস। কথা হয় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনের সঙ্গে।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। আমাদের কোথাও বাধা দেওয়া হয়নি। আশা করি শেষ পর্যন্ত এমনই থাকবে।

তিনি আরো বলেন, নওগাঁর বিএনপির সাবেক সংসদ সদস্যরাও এখন জেলায় অবস্থান করে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ তাদের নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছে, আমরা আমাদের মতোন।

জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আবু হাশেম বাংলানিউজকে বলেন, আমাদের প্রার্থী বিজয়ী হবেন। ২০০১ সালের নির্বাচনেও এখানকার সব সংসদীয় আসন বিএনপির ছিল। সুষ্ঠু নির্বাচন হলে ভোটের যুদ্ধে বিএনপি জয়যুক্ত হবে।

তবে নওগাঁয় আওয়ামী লীগ-বিএনপি শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এ পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। স্বতন্ত্র হিসেবে সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহাব নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ফলে তিনি নৌকার কিছু ভোট কাটবেন বলে ধারণা ভোটারদের।

এছাড়াও ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার শহীদুল ইসলাম সনিও ভোটে ভাগ বসাবে বলে ধারণা  ভোটারদের।

এদিকে, নওগাঁর আরেক পৌরসভা নজিপুরে ভোটার মাত্র ১৫ হাজার। এখানে নৌকার প্রার্থী রেজাউল কবির চৌধুরী বাবুল বেশ তরুণ। তিনি এখানকার শক্ত প্রার্থী। নেই কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী।

তবে বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আর জাতীয় পার্টির আজগর অালীর লড়াইয়ের ওপর নির্ভর করবে নৌকা পাড়ে পৌঁছাতে পারবে কিনা!

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এমএন/এসআর

** নারীশক্তিতে জগ নিয়ে জামায়াতের ভোট!
** ইসরাইল মোড়ে ভোটযুদ্ধ
** ব্যবহার করা হচ্ছে শিশুদের
** আবেগী প্রার্থী জাপা'র লিটিলের কথা
** সাঁওতালদের বিশ্বাস করে না ধানের শীষ!
** মানুষ এখন সরকারি দলে...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।