ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

হাজীগঞ্জে ৯ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ৩৩ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
হাজীগঞ্জে ৯ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ৩৩ মামলা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থক ৯ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক ও মাদকসহ বিভিন্ন অপরাধে ৩৩টি মামলা রয়েছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।



হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী ২নং ওয়ার্ডের সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ১টি, ৬নং ওয়ার্ডের আবু  বকরের বিরুদ্ধে ১টি, ৭নং ওয়ার্ডের আবুল খায়েরের বিরুদ্ধে ৫টি, ৮নং ওয়ার্ডের মুরাদের বিরুদ্ধে ১টি, আবুল কাশেমের বিরুদ্ধে ৩টি, হানিফ ভূঁইয়ার বিরুদ্ধে ৩টি, ৯নং ওয়ার্ডের সালেহ আহম্মেদের বিরুদ্ধে ৪টি, ১০নং ওয়ার্ডের বিল্লালের বিরুদ্ধে ২টি এবং খোরশেদ আলমের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।


হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, বিগত ২০ দলীয় জোটের আন্দোলনে হাজীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ১০১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কয়েক হাজার আসামি রয়েছেন। এদের মধ্যে কাউন্সিলর প্রার্থীসহ অনেকেই জামিনে রয়েছেন।

নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী, ৩৮ সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।