ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ত্রিশালে আ.লীগ প্রার্থী সমর্থকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ত্রিশালে আ.লীগ প্রার্থী সমর্থকদের বিক্ষোভ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ত্রিশাল (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল সরকারকে লাঞ্ছিত করা হয়েছে অভিযোগ করে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার কর্মী-সমর্থকরা।

এ সময় দু’দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন তারা।



বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় নির্বাচনে ‘বিতর্কিত’ ভূমিকার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রির্টানিং অফিসার জান্নাতুল ফেরদৌসের অপসারণ দাবি করেন তারা।

এদিকে মহাসড়ক থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করেন জুয়েল সমর্থকরা। এ সময় নির্বাচন বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায় তাদের।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএমকে/ আরএইচএস/টিআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।