ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ফুলপুরে ব্যালট ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ফুলপুরে ব্যালট ছিনতাই

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ফুলপুর পৌরসভার একটি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রির্টানিং অফিসার সুব্রত পাল বাংলানিউজকে জানান, এ ঘটনা ছাড়া ফুলপুরে সুষ্ঠুভাবে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে।

তবে ব্যালট ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ফুলপুরে আওয়ামী লীগ থেকে লড়ছেন শশধর সেন (নৌকা)।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাজাহান (জগ) ছাড়াও অংশ নিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক (ধানের শীষ)।

ন’টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে মোট ভোটার ১৮ হাজার ৯৬৭ জন। নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো।

বাংলাদেশ সময়:  ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএমকে/আরএইচএস/টিআই/জেডএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।