ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌরসভা নির্বাচন

উৎসব মুখর পরিবেশে বোয়ালমারী ও নগরকান্দায় ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
উৎসব মুখর পরিবেশে বোয়ালমারী ও নগরকান্দায় ভোটগ্রহণ

ফরিদপুর: উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



বোয়ালমারী পৌরসভায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নগরকান্দার ২ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উলুম মাদ্রাসায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় বেলা সাড়ে ১২টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এছাগা ৮ নম্বর ওয়ার্ড সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর দ্বন্দ্বে দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। ভোটগ্রহণ শেষে, এখন চলছে ভোটগণনা।

নগরকান্দা পৌরসভার রির্টানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, যদি এক কেন্দ্রের ফলাফল ছাড়াই মেয়র নির্বাচিত হয়, সেক্ষেত্রে পরবর্তী সময়ে ২ নম্বর কেন্দ্রে কাউন্সিলর নির্বাচন হতে পারে।   

বোয়ালমারীতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল  (নৌকা)। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুছার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মোজ্জাফফর হোসেন বাবলু মিয়া (জগ)।

বোয়ালমারীতে বিএনপির একক মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুস শুকুর শেখ (ধানের শীষ)। এছাড়া উপজেলা জামায়াতের পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান স্বতন্ত্র প্রার্থী (নারকেল গাছ প্রতীক) নির্বাচনে অংশ নিয়েছেন।

বোয়ালমারীর পৌরসভার রিটানিং অফিসার ও ইউএনও মুহাম্মদ খায়রুজ্জামান জানান, বোয়ালমারী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৭৪ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৩৪৬ মহিলা ভোটার ৯ হাজার ৬২৮ জন।

এই পৌরসভায় মেয়র পদে চার জন এবং কাউন্সিলর পদে (পুরুষ) ৩৪ জন ও কাউন্সিলর (নারী) ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নগরকান্দায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন মিয়া (নৌকা)। বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল (ধানের শীষ)। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন বিকুল (জগ)।
 
এ নগরকান্দা পৌরসভায় মোট ৭ হাজার ৬২৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৮৭৯ এবং নারী ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৫০ জন।

নগরকান্দা পৌরসভায় মোট তিনজন মেয়র পদে এবং কাউন্সিলর (নারী) ৮ জন ও কাউন্সিলর (পুরুষ) ৩২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরকেবি/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।