ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ফরিদগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকর্মীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ফরিদগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকর্মীর কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে চরকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদের মধ্যে হাইমচর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বিল্লাল হোসেন সোহাগ (২৯), কর্মী সোহেল (২৫) ও শাহীনকে (২৩) ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।



বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুসতাইন বিল্লাহর ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

সোহাগ, সোহেল ও শাহীনের বাড়ী হাইমচর উপজেলার আলগী গ্রামে।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. মোতালেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চরকুমিরা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেন জানান, দুপুর ১২টার দিকে ওই কেন্দ্রে বহিরাগত অনেক যুবক কেন্দ্র দখলের চেষ্টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন আতঙ্কে ভোটাররা চলে যায়। ২ ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এ সময় দণ্ডপ্রাপ্তদের এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।