ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন: ধুনটে ৬১টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
ইউপি নির্বাচন: ধুনটে ৬১টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯০টি ভোট কেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, নিমগাছী ইউনিয়নে ৮টি, কালেরপাড়া ইউনিয়নে ৪টি, চিকাশী ইউনিয়নে ৭টি, গোসাইবাড়ি ইউনিয়নে ৬টি, ভাণ্ডারবাড়ি ইউনিয়নে ৬টি, ধুনট সদরে ৪টি, এলাঙ্গী ইউনিয়নে ৫টি, চৌকিবাড়ি ইউনিয়নে ৬টি, মথুরাপুর ইউনিয়নে ৮টি ও গোপালনগর ইউনিয়নে ৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩৯ জন চেয়ারম্যানপ্রার্থী, ৩৩৪ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য পদে ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওইদিন ২ লাখ ৬ হাজার ৭১০ জন ভোটারের ৯০টি কেন্দ্রের ৩৬৯টি বুথে ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।