ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন

মনোনয়ন নিয়ে বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
মনোনয়ন নিয়ে বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ৩

ফেনী: ইউপি নির্বাচন নিয়ে ফেনীতে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপি দু’গ্রুপের সংঘর্ষে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পেয়ার আহম্মদ পেয়ারসহ ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের  রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় স‍ূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ৭মে ফেনী সদর উপজেলার ৪ ইউনিয়ন নির্বাচনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সদর উপজেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে সন্ধ্যা ৭টায় ফাজিলপুর ইউনিয়নে বিএনটি মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির শাহজাহান সিরাজীর নাম ঘোষণা করা হয়।
এ নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি পেয়ার আহম্মদ পেয়ার বক্তব্য দিতে চাইলে পেছন থেকে কে বা কারা চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করে। এ ঘটনায় দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোরশেদ উল্লাহ লিটনসহ ৩জন আহত হয়।

বিষয়টি অস্বীকার করে জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আবু তাহের বলেন- সংবাদ সম্মেলনের পর ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় সামান্য হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।