ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম  নজরুল ইসলাম 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা  ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু বেসরকাবিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু (আনারস প্রতীক) ৯৫৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪৫১৭ ভোট।  

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলার ১১টি ইউনিয়নে বোটার ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোবাইল ফোনে নজরুল ইসলাম ঋতু বলেন, এ জয় আমার একার না, পুরো ইউনিয়নবাসীর। আমি ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে ঋণী। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সেবা করে ঋণ পরিশোধ করতে চাই।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।