ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভোট বর্জন করে অবশেষে জয়ী নৌকার প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ভোট বর্জন করে অবশেষে জয়ী নৌকার প্রার্থী সোহেল রানা।

ঠাকুরগাঁও: ভোট চলাকালীন কারচুপিসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছিলেন ৫ নম্বর দুওসুও ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী সোহেল রানা। পরে ভোট গণনা শেষে দেখা গেল তিনি ২১১ ভোটে জয়ী হয়েছেন।

এতে ইউনিয়নের সমর্থকদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।

জানা যায়, আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোর পূর্বক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিঁড়ে সিল মারা, পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের অনেক সদস্য সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করাসহ বেশকিছু অভিযোগ এনে ভোট বর্জন করেছিলেন সোহেল রানা। এসময় ইউনিয়নে কোনো সুষ্ঠু ভোট হয়নি বলে অভিযাগে করেন তিনি।

ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।