পটুয়াখালী: বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, সংশ্লিষ্টদের খামখেয়ালিপনায় ভোটগ্রহণে কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। তারা এখানে ভোটারদের শিখিয়ে দিচ্ছে, এজন্য কিছুটা সময় লাগছে।
বুধবার (১৫ জুন) দুপুরে পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি একথা বলেন।
তিনি বলেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে পটুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত তিনজনকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুরে কলাপাড়া উপজেলা লতাচাপলি ইউনিয়নে দুই জন এবং সদর উপজেলার কালিকাপুরে একজনকে জরিমানা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুড়া আশ্রায়ন ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই বহিরাগতকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে প্রবেশের দায়ে রাফসান (২২) নামে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
আরএ