DHAKA: Police in a drive held 49 people including Rajshahi BNP general secretary from three districts between Friday night and early Saturday for their involvement in various subversive acts.
In Rajshahi, law enforcers nabbed 25 people including district BNP general secretary Advocate Kamrul Monir from different thanas of the district.
Boalia Thana Officer-in-Charge Ziaur Rahman Zia confirmed matter to banglanews.
In Joypurhat, Joint forces in a drive held 15 activists and leaders of 18-party alliance from several upazilas of the district.
Officer-in-Charge of the district police special branch (DIO-1) Mafuzur Rahman confirmed the matter to banglanews.
In Comilla, joint force detained nine activists of BNP and Jamaat-e-Islami from different upazilas of the district.
Police control room confirmed the matter to banglanews.
BDST: 1128 HRS, JAN 11, 2014
Edited by: Shamim Hossain/MR Newsroom Editors/RS
Politics top, pic ‘BGB-police-RAB logo’
Joint forces drive
Rajshahi BNP gen secy among 49 held
News Desk
banglanews24.com
DHAKA: Police in a drive held 49 people including Rajshahi BNP general secretary from three districts between Friday night and early Saturday for their involvement in various subversive acts.
In Rajshahi, law enforcers nabbed25 people including district BNP general secretary Advocate Kamrul Monir from different thanas of the district.
Boalia Thana Officer-in-Charge Ziaur Rahman Zia confirmed matter to banglanews.
In Joypurhat, Joint forces in a drive held 15 activists and leaders of 18-party alliance from several upazilas of the district.
Officer-in-Charge of the district police special branch (DIO-1) Mafuzur Rahman confirmed the matter to banglanews.
In Comilla, joint force detained nine activists of BNP and Jamaat-e-Islami from different upazilas of the district.
Police control room confirmed the matter to banglanews.
BDST: 1128 HRS, JAN 11, 2014
Edited by: Shamim Hossain/MR Newsroom Editors/RS
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহআটক ২৫
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজশাহী: রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনিরকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
শুক্রবার দিনগত রাতে নগরীর টিকাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এছাড়া শুক্রবার দিনগত রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্নস্থান থেকে সন্দেহভাজন আরও ২৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, শনিবার রাজশাহীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে।কর্মসূচিকে কেন্দ্র করে নগরীজুড়ে ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় গতকাল রাতে পুলিশি অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
অ্যাডভোকেট কামরুল মনিরকে আটকের বিষয়ে তিনি বলেন, নগর বিএনপি নেতারা গা ঢাকা দেওয়ায় অ্যাডভোকেট কামরুল মনির জেলা ও নগর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি ঘোষণা করে আসছেন। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
কোনো মামলায় গ্রেফতার করা হবে কিনা তা পরে দেখা যাবে।
এদিকে, আটক ২৪ জনের বিষয়েপুলিশ বলছে, রাজনৈতিক কারণে তাদের আটক করা হয়নি। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, পলাতক, সন্দেহভাজন ও আরএমপিওভুক্ত আসামি রয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতে চালান দেওয়া হবে।
কামরুল মনির ছাড়া আটকদের মধ্যে বোয়ালিয়া থানায় ১৯জন, নগরীর মতিহার থানায় ৪জন এবং রাজপড়া থানায় ১জন রয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা,জানুয়ারি ১১, ২০১৪
এসএস/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর