ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমণি

বাঁ হাত দিয়েই খাওয়াদাওয়া করতে হচ্ছে পরীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
বাঁ হাত দিয়েই খাওয়াদাওয়া করতে হচ্ছে পরীর পরীমণি

ডান হাতের আঙুলে চিড় নিয়ে হাসপাতালে ভর্তি হয়ছিলেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে হাসপাতালে যান তিনি।

চিকিৎসা শেষে রাতেই বাসায় ফিরেছেন পরীমণি।

জানা যায়, ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে তার। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে যান তিনি। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছেন। মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না। এ জন্য বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে তার।

পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটবে তার।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীমণির বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ। এতে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।

বসুন্ধরা নুডুলস নিবেদিত সরকারি অনুদান পাওয়া শিশুতোষ সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটির জন্য প্রথমবারের জন্য গান লিখেছেন এই লেখক।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।