ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ ব্যাচেলর পয়েন্ট

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে দর্শক মহলে উন্মাদনার শেষ নেই। খুব অল্প সময়ের মধ্যে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করা এই নাটকের বিভিন্ন চরিত্র বিশেষ করে নতুন প্রজন্মের মন কেড়ে নিয়েছে।

ইতোমধ্যেই এ নাটকের তিনটি সিজন শেষ হয়েছে। এখন চলছে সিজন-৪। জানা গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর ১১৬ পর্ব মধ্যদিয়ে শেষ হচ্ছে শনিবার (২৪ ডিসেম্বর)। শেষ পর্ব প্রচারিত হবে বাংলাভিশনে। এরপরেই এটি দেখা যাবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে।  

নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এই নির্মাতা বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সিজন ৫ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।  

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল।  

এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। তবে এ সিজনে ছিলেন না শামীম হাসান ও তৌসিফ মাহবুব।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।