ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো দোদুলের হ্যাটট্রিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
আবারো দোদুলের হ্যাটট্রিক নির্মাতা ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল

আবারো পুরস্কার প্রাপ্তিতে হ্যাটট্রিক করলেন প্রযোজক, নির্মাতা ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। এবার তিনি ‘মহব্বত বেপারী’ নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালক, জনপ্রিয় ধারাবাহিক ‘মুসা’র জন্য শ্রেষ্ঠ নাট্যকার ও খল অভিনেতা বিভাগে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ-এর দেওয়া ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির হাত থেকে এ পুরস্কার নেন তিনি।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে দোদুল বলেন, অল্প কয়েক দিনের ব্যবধানে আবারো পুরস্কার অর্জনে হ্যাটট্রিক করেছি। ভেবে খুবই আনন্দ লাগছে। কাজের সব স্বীকৃতি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও উৎসাহ দেয়।

এর আগে ১৫ ডিসেম্বর টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড ২০২২ নাটক বিভাগে জনপ্রিয় ধারাবাহিক ‘মুসা’র জন্য শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।