ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিং সেটে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
শুটিং সেটে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু তুনিশা শর্মা

জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ে একটি ধারাবাহিক নাটকের সেট থেকে ভারতের ছোটপর্দার এই অভিনেত্রীর মরদেহ পাওয়া যায়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান এ কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশা। শনিবার মুম্বাইয়ে সেই ধারাবাহিকের সেটেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কীভাবে মারা গেলেন তুনিশা, সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তার কোনো সমস্যা হয়েছিলো কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

শুধু ছোটপর্দার নয়, তুনিশা বড়পর্দাতেও বহু বার অভিনয় করেছেন। বিশেষ করে ক্যাটরিনা কাইফের সঙ্গে তার চেহারার মিল থাকায়, ক্যাটরিনা অভিনীত বহু সিনেমায় তার চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তুনিশা। ‘ফিতুর’, ‘বার বার দেখো’ সিনেমায় এই ধরনের চরিত্রে দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।