ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনচিত্রে রুনা-আলমগীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
বিজ্ঞাপনচিত্রে রুনা-আলমগীর আলমগীর ও রুনা লায়লা

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীর ও খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা দম্পতিকে আবারো একসঙ্গে পর্দায় দেখা যাবে। তারা একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে হাজির হতে যাচ্ছেন।

আগামী ১০ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং হবে বলে জানা গেছে। বিজ্ঞাপনটি পরিচালনা করবেন অনন্য মামুন।  

এ বিষয়ে অনন্য মামুন বলেন, বিজ্ঞাপনটি তাদের ছাড়া কল্পনা করতে পারছিলাম না। সে কারণে তাদের চুক্তিবদ্ধ করিয়েছি। এখানে তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবেই আসছেন। আশা করছি ভালো কিছু হবে। তাদের পেয়ে আমরা অনেক আনন্দিত।

এর আগে আলমগীর ও রুনা লায়লা প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তি পায়।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।