ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিনেমার খবর নেই, ইউটিউবের প্রাপ্তিতেই উচ্ছ্বসিত শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
সিনেমার খবর নেই, ইউটিউবের প্রাপ্তিতেই উচ্ছ্বসিত শাকিব

ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকার পর ২০২২ সালের ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি।

এরপর প্রকাশ্যে আসে তার দ্বিতীয় বিয়ে ও সন্তানের খবর। চিত্রনায়িকা শবনম বুবলী ফাঁস করেন শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তানের কথা। এরপর তুমুল তোপের মুখে পড়েন শাকিব।

সামাজিকমাধ্যম থেকে শুরু করে চলচ্চিত্রপাড়াসহ সর্বত্র শাকিব খানকে নিয়ে নেতিবাচক চর্চা শুরু হয়। একদিকে বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তান, অন্যদিকে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে নয়া প্রেম ও বিয়ের গুঞ্জনে মুখরিত হয়ে উঠে সিনেমাপাড়া। এসবে আবার স্বেচ্ছায় অংশগ্রহণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এতকিছুর পর আবারো নতুন সিনেমায় শাকিব খানের ফেরার খবর প্রকাশ হয়। বিভিন্নভাবে তাকে নিয়ে কিছু সিনেমার ঘোষণা আসে। শাকিব ভক্তরাও সমালোচনাকে পেছনে ফেলে চাতকের মতো চেয়েছিল তাদের প্রিয় নায়কের দিকে। কবে, কখন ফিরবেন শাকিব খান। কিন্তু এসব আশা, প্রত্যাশা, উচ্চাশা ও অপেক্ষার শরীরে জল ঢেলে সবাইকে আশাহত করলেন স্বয়ং শাকিব খান নিজেই।

দেশে ফেরার পর এই নায়কের একাধিক নতুন সিনেমার ঘোষণা এলেও সেগুলো ঘোষণাতেই সীমাবদ্ধ। কবে নাগাদ শুরু হবে নেই তার হাদিস। এরই মধ্যে জানা গেল, ‘প্রেমিক’ ও ‘কবি’ নামের ঘোষিত সিনেমা দুটি আর হচ্ছে না!

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমার জন্য প্রথমবারের মতো ৬৫ লাখ সরকারি অনুদান পান শাকিব খান। অনুদানের চেক হাতে পাওয়ার ৯ মাসের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে সিনেমা জমা দেওয়ার নিয়ম। ২০২২ সালের ২১ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে গিয়ে সেই চেক গ্রহণ করেন শাকিব। কিন্তু এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও শাকিব খানের ‘মায়া’ সিনেমাটি শুটিং ফ্লোরেই গড়ায়নি। কবে নাগাত শুটিং শুরু হবে সে সম্পর্কিত কোনো খবরও পাওয়া যায়নি।

শাকিবের ‘মায়া’য় পূজা চেরির জড়ানোর কথা থাকলেও আর সেটা হচ্ছে না বলে খবর। অভিনেত্রীর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দীর্ঘদিনের শীতল সম্পর্ক এখন স্বাভাবিক। তাই শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে আর কাজ করছেন না পূজা! যদিও এ নিয়ে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, নতুন সিনেমার খবর না থাকলেও ইউটিউবের প্রাপ্তিতেই বেশ উচ্ছ্বসিত শাকিব খান। তার ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’-এর সাবস্ক্রাইবার এখন ১১ লাখের বেশি। কাজের আপডেটের পাশাপাশি নিজের অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও ক্লিপস প্রকাশ করেন চ্যানেলটিতে। শাকিব ভক্তরা নিয়মিত চ্যানেলটি অনুসরণ করে। নিয়ম অনুযায়ী সাবস্ক্রাইবার ১০ লাখ পার হলেই ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটির কর্ণধারকে গোল্ডেন প্লে বাটন উপহার দেয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শাকিব জানালেন, তিনিও পেয়েছেন। দেড় বছর আগে গোল্ডেন প্লে বাটন পেলেও অবশ্য প্রকাশ করেননি। গতকাল গোল্ডেন প্লে বাটনের বক্সটি খোলার সময়ের একটি ভিডিও চিত্রও প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন সাবস্ক্রাইবারদের। তবে এতদিন কেন শাকিব বিষয়টি এড়িয়ে গিয়েছেন তা জানা যায়নি।

সম্প্রতি ‘আগুন’ সিনেমার শুটিংয়ে গিয়ে পায়ে আঘাত পেয়ে আহত হয়ে বর্তমানে বিশ্রামে আছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। আহত হওয়ার পর থেকে বর্তমানে শারীরিকভাবে ভালো নেই এই নায়ক। এর মধ্যে নতুন করে আরও কিছু জটিলতায় মানসিক চাপও দেখা দিয়েছে তার মাঝে।

কারণ, সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ফের প্রকাশ্যে কথার যুদ্ধে নেমেছেন। দুজনের এমন কর্মকাণ্ড নিয়ে খুবই বিরক্ত শাকিব খান।

বর্তমানে শাকিব অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘আগুন’ এবং ‘অন্তরাত্মা’ নামের সিনেমা তিনটি। এরই মধ্যে তিনটি সিনেমারই শুটিং শেষ। এর মধ্যে ‘লিডার’ সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি লাভ করেছে। আসন্ন ঈদে সিনেমা তিনটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।