ভারতীয় বাংলা গানের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত গাইবেন জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ে (জাবি)। শুক্রবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা ৭ টায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন তিনি।
জানা গেছে, এই আয়োজনের আয়োজক বিশ্ববিদ্যালয়ের ৩১ তম ব্যাচ।
মূলত জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের ৩১ তম ব্যাচের পুনর্মিলনী উপলক্ষ্যে থার্টি ফাস্ট ফেস্ট নামে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ সংগীতশিল্পী গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেও খ্যাতি কুড়িয়েছেন । ১৯৯৮ সালে ‘বড়দিন’ সিনেমা পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক ঘটে অঞ্জন দত্তের। পরে আরো ২১টি চলচ্চিত্র নির্মাণ করেন। ২০১১ সালে তার নির্মিত ‘রঞ্জনা আমি আর আসবোনা’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এনএটি