ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণ, উপস্থাপনায় পরীমণি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণ, উপস্থাপনায় পরীমণি পরীমণি

ক্যারিয়ারে প্রথমবার কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করলেন চিত্রনায়িকা পরীমণি। এবার ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে  প্রচারিত হবে তারকাবহুল বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’।

এই অনুষ্ঠানেই উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।

বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুজ্জামান ও জামাল উদ্দিন জয়।  

চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে আরো থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’।  

ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান। অনুষ্ঠানে থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র‍্যাম্প শো।

এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করেছে অনুষ্ঠানটিতে।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র ৪ দিন ব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ঈদের দিন রাত সাড়ে ১০ টায় প্রচারিত হবে কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে আনন্দ’। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে খ্যাতিমান রাজনীতিবিদদের নিয়ে ঈদের বিশেষ আয়োজন ‘ঈদ আড্ডা’।

ঈদের দ্বিতীয় দিন ৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে সালহা খানম নাদিয়া ও আরফান অভিনীত নাটক ‘তেলেসমাতি’। বিশেষ শিশুতোষ নাটক ‘বন্ধুভ‚ত’ প্রচারিত হবে বিকাল সাড়ে ৪ টায়। রাত সাড়ে ১০ টায় ‘গানে গানে আনন্দ’ অনুষ্ঠানে গাইবেন দেশের লালনকন্যা ফরিদা পারভীন। এছাড়া, ঈদের দ্বিতীয় দিনে যাদু বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘এক পলকে’, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঘুঙুর’ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হবে।

ঈদের তৃতীয় দিন দুপুর ১২ টায় প্রচারিত হবে আঞ্চলিক গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গহীনের গান’। হারানো দিনের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এত সুর এত গান’ প্রচারিত হবে বিকেল সাড়ে ৩ টায়। রাত সাড়ে ১০ টায় প্রচারিত হবে কণ্ঠশিল্পী রবি চৌধুরী’র একক সংগীতানুষ্ঠান। এছাড়া, এদিন শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ, এলো খুশির ঈদ’সহ বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হবে।   

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।