ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেহেদী-নাজিফার ‘আর ভাবতে চাইনা’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ১০, ২০২৩
মেহেদী-নাজিফার ‘আর ভাবতে চাইনা’ 

আবারো নতুন গান নিয়ে আসছেন গীতিকবি মহসীন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী ফাইরুজ নাজিফা।

‘আর ভাবতে চাইনা’ শিরোনামের গানটি হবে নাজিফার প্রথম মৌলিক গান।

এর সুর করেছেন এহসান রাহী এবং শব্দ প্রযোজক হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন।

জ্যাজ ব্যালাড ধাঁচের গানটি নিয়ে আশাবাদী মহসীন মেহেদী। তিনি জানান, এটি তার দীর্ঘ প্রতীক্ষিত একটি প্রজেক্ট।

তিনি বলেন, দীর্ঘদিন পর আমার লেখা নতুন গান রেকর্ডিং হলো। আমরা এবার উপস্থাপনা করছি একজন প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল তরুণ কণ্ঠশিল্পীকে। আমার কাছে মনে হয়েছে তার কণ্ঠেই গানটি ভালো যাবে। একটু ভিন্ন ধাচের কিছু করার চেষ্টা।

মহসীন মেহেদীর কথায় নাজিফার প্রথম মৌলিক গান। তিনি জানান, নাজিফা ‘তুমি হিনা’ শিরোনামের একটি কাভার গানে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করেছিলেন। গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে।

‘আর ভাবতে চাইনা’ গানটির মিউজিক ভিডিও চলতি মাসের শেষে প্রকাশ পবে বলে জানান মহসিন মেহেদী।

এর আগে জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে এবং গীতিকবি মহসীন মেহেদীর লেখায় ভালোবাসা দিবসের বিশেষ গান ‘এই পথ চাওয়া’ বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তার কথায় ‘হে পাথর’ শিরোনামের গানটি বেশ আলোড়ন সৃষ্টি করে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।