ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তিন শতাধিক নাটকের অভিনেতা আলভীর ক্যারিয়ারে নয়া পালক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
তিন শতাধিক নাটকের অভিনেতা আলভীর ক্যারিয়ারে নয়া পালক যাহের আলভী

অভিনেতা হিসেবেই পরিচিতি যাহের আলভীর। অভিনয় করেছেন প্রায় তিন শতাধিক নাটকে।

তবে এবার আর অভিনয় নয়, নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এই অভিনেতা।

প্রথমবারের মতো 'বিচ্ছেদ' শিরোনামের একটি নাটক পরিচালনা করেছেন আলভী। পাশাপাশি অভিনয়ও করেছেন এই অভিনেতা। যেখানে তার বিপরীতে আছেন ইফফাত আরা তিথি। প্রধান সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন ফায়জুল কবির রথি।  

প্রথমবার পরিচালনা প্রসঙ্গে যাহের আলভী বলেন, ক্যামেরার সামনে তো অনেক কাজ করেছি। নির্মাতাদের কষ্ট চোখের সামনে থেকেই দেখেছি। সেই কষ্টের ব্যাপারটা উপলব্ধি করার জন্য এবার নির্দেশনা দিচ্ছি।  

যাহের আলভীর গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন স্বাধীন শাহ। আগামী ঈদুল আজহায় নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। যা পরে সি-গ্যাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।