ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহ্ হামজার গানচিত্র ‘ছেড়ে দিলে হাত’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
শাহ্ হামজার গানচিত্র ‘ছেড়ে দিলে হাত’ 

ঈদে নতুন গানচিত্র নিয়ে আসছেন শাহ্ হামজা। ইতোমধ্যে ‘ছেড়ে দিলে হাত’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি।

গানটিতে কন্ঠ দেবার পাশাপাশি কথা সুর ও সঙ্গীতপরিচালনা করেছেন হামজা নিজেই।

সাউন্ড ও মিক্স মাস্টার করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানচিত্রটি পরিচালনা করেছেন নাহিন আহসান। এতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন তানিয়া আক্তার হৃদি। এটি শিল্পীর  শাহ্ হামজা ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

গানটি নিয়ে শাহ্ হামজা বলেন, আমার আগের গানগুলোর থেকে এটি ভিন্নভাবে সাজালাম। গানের কথা ও সুরে যেমন ভিন্নতা আছে তেমনি মিউজিক ভিডিওতেও আমাদের উপস্থিতি। এখানে দর্শক-শ্রোতার গ্ল্যামারের পাশাপাশি একটি সুন্দর গল্প দেখতে পাবেন।

গেল ঈদে শাহ হামজা প্রকাশ করেন ‘যে স্মৃতি’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন ন্যানসি।  

এদিকে, ঈদে গানটি ছাড়া এ কণ্ঠশিল্পীর একটি বই প্রকাশ হবে। অ্যামাজন প্রাইম প্রকাশ করছে তার ‘উইসপারস ওফ ফরয়েভার’ বইটি।

প্রসঙ্গত, নব্বই দশকে শাহ্ হামজা গান শুরু করেন। তার দুটি একক, একটি ব্যান্ড এবং একটি মিশ্র অ্যালবাম সহ মোট ৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হলো ‘নিরব বেদনা’ ‘যে কথা বলা হয়নি’, ‘এক আমি’ এবং ‘পাগল’।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।