ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব-অপু যুক্তরাষ্ট্রে, বুবলীও কি ছুটলেন সেখানে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
শাকিব-অপু যুক্তরাষ্ট্রে, বুবলীও কি ছুটলেন সেখানে? শবনম বুবলী

সন্তানসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে একসঙ্গে ঘুরছেন, হাজির হচ্ছেন ঘরোয়া অনুষ্ঠানেও।

এ খবর আগেই এসেছিল।

শনিবার ফাঁস হয় শাকিব-অপুর ভিডিও। যেখানে দেখা যায়, শাকিব খান বেশ ফুরফুরে একটি খাবারের দোকান থেকে ছেলে জয়ের হাত ধরে বের হচ্ছেন। পেছন পেছন আসছেন অপু। এরপর কালো রঙের একটি গাড়িতে করে চলে যান তারা।

সামাজিকমাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয় ভিডিওটি। শাকিব-অপুকে একসঙ্গে ভক্তরা ইতিবাচকভাবে দেখছেন। কেউ শুভকামনা জানান আবার কেউবা মেতে উঠেন সমালোচনায়।

এরপর তারকা দম্পতি নওশীন নেহরিন মৌ ও আদনান ফারুক হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল।

শাকিব-অপুর ভিডিও প্রকাশ্যে আসতেই চাউর হয় সন্তানকে নিয়ে বুবলীও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন! কবে, কখন যাচ্ছেন কিংবা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য তিনি উড়াল দিয়েছেন কিনা তা জানা যায়নি।

প্রশ্ন উঠেছে, নায়িকা শবনম বুবলী এখন কোথায়? বিস্তারিত জানতে তাকে একাধিকবার মুঠোফোনে কল, ক্ষুদে বার্তা পাঠিয়ে কোনও সারা পাওয়া যায়নি তার। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও উত্তর মিলেনি। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বুবলী।

এদিকে, আগামী ২৫ জুলাই থেকে বুবলীর অংশ নেওয়ার কথা রয়েছে থমকে থাকা জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে। সিনেমাটির শেষ ধাপের শুটিংয়ের জন্য সিডিউল অনেক আগেই দিয়ে রেখেছেন তিনি। এখন দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্রে উড়ে যান বুবলী নাকি সিডিউল রক্ষা করে শুটিংয়ে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।