ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লোকে ভাবতো ড্রাগস নেই: কাল্কি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
লোকে ভাবতো ড্রাগস নেই: কাল্কি কাল্কি কোয়েচলিন

নিজের বোল্ড স্বভাবের জন্যই পরিচিত কাল্কি কোয়েচলিন। ছবি বাছাই হোক কিংবা ব্যক্তিগত জীবন, কাল্কি সবসময়ই আনকাট।

মা হওয়ার পর কাজের সংখ্যা কমিয়েছেন, মেয়ে স্যাফোকে ঘিরেই তার জগৎ। এর মাঝেই আমাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন’-এর দ্বিতীয় সিজনে দেখা মিলবে তাকে।

পুদুচেরির অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের মেয়ে কাল্কি। বাবা-মা দুজনেই ফরাসি। সাদা চামড়ার কাল্কির কাছে সহজ ছিল না সবার চেয়ে আলাদা হয়ে, সবার সঙ্গে বড় হওয়া। চামড়ার রঙের জেরে অনেক বাধা-বিপত্তির শিকার হয়েছেন তিনি।

সিনে ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পরেও একই পরিস্থিতির মুখে পড়েছেন। মেয়েবেলায় অনেক সময়ই ড্রাগস নিয়ে প্রশ্নের মুখে পড়তেন কাল্কি। তার কথায়, লোকে ভাবতো সাদা চামড়ার কাল্কি নিশ্চয় ড্রাগস সেবন করে। তবে নিমেষেই সবার ধারণা বদলে দিলেন অভিনেত্রী।  

‘দ্য মেল ফেমিনিস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে কাল্কি বলেন, বয়ঃসন্ধির সময় পিতৃতান্ত্রিক সমাজ ঠিক কেমন হয়, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি।

তার কথায়, আমাকে সেইসময় প্রশ্ন করা হতো, আমি ড্রাগস নিই কিনা? যেহেতু আমাদের গ্রুপের মধ্যে একমাত্র আমিই সাদা চামড়ার ছিলাম, লোকে ভাবতো আমার পক্ষে আদর্শ ত্যাগ করা খুব সহজ হবে। হয়তো শ্বেতাঙ্গদের নিয়ে এমনই ধারণা জনমানসে রয়েছে, বেওয়াচ দেখে সবাই ভাবে সব সাদা চামড়ার মেয়েই ওরকম। পরে মুহূর্তেই আমি তামিলে জবাব দিতাম, সবাই চুপ হয়ে যেত। আক্কা (বোন) বলে সম্বোধন করত। হঠাৎ করেই আমার প্রতি তাদের ভাবনা বদলে যেত কারণ আমি ওদের ভাষা জানি।

‘দেব ডি’, ‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দ্য গার্ল ইন ইয়ালো বুটস’-এর মতো সিনেমার অংশ থেকেছেন কাল্কি। অনুরাগ কাশ্যপের প্রাক্তন স্ত্রী জানান বহুবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি।

একই সাক্ষাৎকারে কাল্কি বলেন, একটা সিনেমার জন্য আমি অডিশন দিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল চরিত্রটা। আমার কাছে ফোন আসে, যে প্রযোজকের সঙ্গে দেখা করতে হবে। আমিও সাত-পাঁচ না ভেবে দেখা করতে যাই তার অফিসে। সেখানে উনি বলতে শুরু করেন, ‘এটা তোমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক হবে, এই-সেই। তারপর বলেন, আমি তোমাকে আরও ভালোভাবে জানতে চাই। আমরা কি ডিনারে যেতে পারি?’ প্রযোজকের ইশারা বুঝতে খুব বেশি সময় লাগেনি কাল্কির। তিনি জানান, ‘দেখুন আপনি যেমন ভাবছেন, আমি ওইরকম মেয়ে নই। আমি এইসব করব না’।

ইন্ডাস্ট্রিতে বহুবার বডি শেমিং-এর শিকারও হতে হয়েছে কাল্কিকে। ‘নায়িকাসুলভ সুন্দরী নই’, ‘মুখের চেয়ে দাঁত বড়’, লাগাতার কটাক্ষের হয়েছেন অভিনেত্রী।

এক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, তখন আমার সবে ২৪ বছর বয়স। এক মেকআপ আর্টিস্ট বলেছিল, আমার চোখে আইলাইনার লাগাতে পারবে না, কারণ সেখানার চমড়া বড্ড কোঁচকানো।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।