ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনে নতুন গানে শফিক তুহিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
জন্মদিনে নতুন গানে শফিক তুহিন শফিক তুহিন

কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শফিক তুহিনের জন্মদিন বৃহস্পতিবার (২৭ জুলাই)। দিনটিতে ‘আমি আছি’ শিরোনামের নতুন গান প্রকাশ করলেন ‘এর বেশি ভালোবাসা যায় না’ গায়ক।

প্রীতম আহমেদের কথা ও সুরে গানটি প্রকাশিত হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। কলকাতার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন কলকাতার রোহান কুমার পাল। মডেল হয়েছেন বিনয় ও সুদীপা।

শফিক তুহিন বলেন, খুব রোমান্টিক একটা গান। প্রীতম আহমেদ আমার ভালো বন্ধু। এর আগে তার সঙ্গে আমার কোনো গান করা হয়নি। এটাই প্রথম একসঙ্গে কাজ করা।

তিনি বলেন, একজন রমণীর রূপ বর্ণনার পাশাপাশি প্রেম নিবেদনের বিষয়টি উঠে এসেছে গানের কথায়। শ্রোতারা আমার কাছে যে ধরনের গান শুনতে চান, এই গানটি ঠিক সেই ধরনের।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।