ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসপাতালে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
হাসপাতালে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার অভিনেত্রী আদা শর্মা

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার অভিনেত্রী আদা শর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২ আগস্ট) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আদা শর্মার পরের সিনেমা ‘কমান্ডো থ্রি’। এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকাল সকালে প্রচারের কাজে বের হওয়ার আগে অনেকবার বমি করেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

আদা শর্মার ঘনিষ্ঠজন বলেন, আদা শর্মার ডায়রিয়া এবং ফুড অ্যালার্জির সমস্যা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

‘কমান্ডে থ্রি’ সিনেমায় ভাবনা রেড্ডির ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রেম পারিজা। আগামী ১১ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে সিনেমাটি।

আদা শর্মা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। গত ৫ মে ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় এটি। কিন্তু মুক্তির আগেই বিতর্কে জড়ায় সিনেমাটি। ভারতের কয়েকটি রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছিল। তবে বক্স অফিস দাপিয়ে বেড়ায় সিনেমাটি।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।