ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘সিনেমা নেই তারপরও আলোচনায়’, প্রশ্ন শুনে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
‘সিনেমা নেই তারপরও আলোচনায়’, প্রশ্ন শুনে যা বললেন জায়েদ খান জায়েদ খান

সারা বছরই আলোচনায় থাকেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্র সফরের পর কয়েকদিন আগে দুবাই যান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা আলোচনায় থাকার রহস্য জানতে চান। জবাবে জায়েদ খান বলেন, আলোচনায় থাকি আপনারা আলোচনায় রাখেন বলে!

এসময় অন্য এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, কীভাবে দিন দিন এত সুন্দর হচ্ছেন? জবাবে জায়েদ খান বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ।

সিনেমা নেই তারপরও এতো আলোচনায় থাকার কারণ জানতে চান অনেকেই। এই প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জায়েদ খান বলেন, ‘আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে? ‘সোনার চর’ কি আপনি করেছেন? বলতে পারেন অনেক দিন ধরে আমার সিনেমা রিলিজ হয় না। ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি, ‘সোনার চর’র ডাবিং শেষ করলাম। এগুলো সামনে মুক্তি পাবে। ’

শোনা যাচ্ছে, চমক নিয়ে খুব শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করবেন জায়েদ খান।

‘সোনার চর’, ‘বাহাদুরী’ ছাড়াও জায়েদ খানকে আগামীতে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে টিক্কা খান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।