ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তি পেল দেশ-বিদেশের ৩ সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
মুক্তি পেল দেশ-বিদেশের ৩ সিনেমা

শুক্রবার (২৫ আগস্ট) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিনটি সিনেমা। এরমধ্যে রয়েছে দেশের ‘এমআর নাইন : ডু অর ডাই’, বলিউডের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও হলিউডের সিনেমা ‘ব্লু বিটল’।

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা নিয়ে প্রকাশিত হয়েছে বহু বই। তারই একটি ‘ধ্বংস পাহাড়’, যা অবলম্বনে তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমা। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পেল সিনেমাটি।  

দেশে জাজ মাল্টিমিডিয়া নিজেই পরিবেশনা করছে সিনেমাটি। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, মাল্টিপ্লেক্সগুলোতেই দেখা যাবে সিনেমাটি। বাংলা ভার্সনের সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে যোগ হতে পারে সিঙ্গেল স্ক্রিন।

দেশে হলসংখ্যা সুবিধাজনক না হলেও বিদেশে রীতিমতো রেকর্ড গড়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’। যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

৮৩ কোটি বাজেটের এ সিনেমাটিতে মাসুদ রানা হিসেবে হাজির হচ্ছেন ঢালিউড অভিনেতা এবিএম সুমন। নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সুমন ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হলিউডের অভিনেতা নিকো ফস্টার মাইকেল জেই হোয়াইট, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন প্রমুখ। এছাড়াও দেশের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা ইসলাম, টাইগার রবি।

যেসব হলে মুক্তি পেয়েছে ‘এমআর-৯: ডু অর ডাই’- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এসকে টাওয়ার, মহাখালী), স্টার সিনেপ্লেক্স (বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, বিজয় সরণি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর-১), স্টার সিনেপ্লেক্স (রাজশাহী), স্টার সিনেপ্লেক্স (চট্রগ্রাম), ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস (জিঞ্জিরা, কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, রুটস ক্লাব (সিরাজগঞ্জ), মম ইন (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) ও সুগন্ধা সিনেমাস (চট্রগ্রাম)।  

আজ দেশজুড়ে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বলিউডের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। আমদানি করছে এন ইউ আহমেদ ট্রেডার্স। ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ অ্যাকশন কমেডি ধাঁচের সিনেমা। গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি।  

এতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা প্রমুখ। বাংলাদেশে সিনেমাটি ৩২টি হলে মুক্তি পেয়েছে।  

যেসব হলে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এসকে টাওয়ার, মহাখালী), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর-১), স্টার সিনেপ্লেক্স (চট্রগ্রাম), ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস (জিঞ্জিরা, কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুমিতা সিনেমা (ঢাকা), চিত্রামহল সিনেমা (ইংলিশ রোড, ঢাকা), বিজিবি সিনেমা (পিলখানা, ঢাকা), সৈনিক ক্লাব সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর, আশুলিয়া), উল্কা সিনেমা (জয়দেবপুর), পান্না সিনেমা (মুক্তারপুর, মুন্সিগঞ্জ), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), শাপলা সিনেমা (রংপুর), রুপকথা সিনেমা (পাবনা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), নন্দিতা সিনেমা (সিলেট), শংখ সিনেমা (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), মডার্ন সিনেমা (দিনাজপুর), তামান্না সিনেমা (সৈয়দপুর), রাজতিলক সিনেমা (কাটাখালি, রাজশাহী), মাধবী সিনেমা (মধুপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর), পূর্বাশা সিনেমা (সান্তাহার), তুলি সিনেমা (নাভারন, যশোর), নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ) ও ম্যাজিক থিয়েটার (দিয়াবাড়ী, উত্তরা)।  

এদিকে, বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পেয়েছে ডিসি কমিকসের সুপারহিরো সিনেমা ‘ব্লু বিটল’। এর মাধ্যমে ডিসি কমিকসের আরেক সুপারহিরোকে পর্দায় নিয়ে আসছে ডিসি স্টুডিওস। এটি নির্মাণ করেছেন অ্যাঞ্জেল ম্যানুয়েল সটো। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা জোলো মারিডুয়েনা। অন্যান্য চরিত্রে রয়েছেন আদ্রিয়ানা বারাজা, ডামিয়ান আলকাজার, রাউল ম্যাক্স ট্রুজিলো, সুসান সারানডন, জর্জ লোপেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।