ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুরনো মামলায় ৬৫ বছর বয়সী অভিনেতার জেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
পুরনো মামলায় ৬৫ বছর বয়সী অভিনেতার জেল দলীপ তাহিল

জেল হল বলিউডের জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা দলীপ তাহিলের। পাঁচ বছরের পুরনো মামলায় ৬৫ বছর বয়সী অভিনেতাকে ২ মাসের হাজতবাসের নির্দেশ দিয়েছে আদালত।

জানা যায়, ২০১৮ সালে তাহিলের গাড়ি একটি অটোরিক্সায় ধাক্কা মারে, এতে এক মহিলা গুরুতর আহতও হন। ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন দলীপ।

তাহিলের নামে ভারতীয় দণ্ডবিধির অধীনে অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটরযান আইনের অধীনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। সেই সময়ে, মুম্বাই পুলিশ তাহিলকে গ্রেফতার করেছিল।  

জামিনে মুক্ত হলেও সেই মামলা চলতে থাকে। এই মামলায় রোববার (২২ অক্টোবর) আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে দুই মাসের কারাদণ্ড দেন।  

‘বাজিগর’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘সোলজার’, ‘রাজা’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তাহিল।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।