ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ব্রাজিলে গায়কের মৃত্যু, স্ত্রী বলছেন ‘মাকড়সার কামড়ে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
ব্রাজিলে গায়কের মৃত্যু, স্ত্রী বলছেন ‘মাকড়সার কামড়ে’

মাকড়সার কামড়ে মুখমণ্ডলে আহত ব্রাজিলের তরুণ গায়ক ডার্লিন মোরাইস মারা গেছেন। সোমবার মোরাইসের মৃত্যু হয়েছে বলে তার স্ত্রী জুলেনি লিসবোয়ার বরাতে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম জিওয়ান।

পরে মোরাইসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে গায়কের পরিবার।

গায়কের স্ত্রী জুলেনি লিসবোয়ার জানান, শনিবার মোরাইস ক্লান্তি অনুভব করেন, তার চোখমুখ দ্রুত কালো হতে থাকে। রোববার তাকে জেনারেল হাসপাতাল অব পালমাসে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়েছে তার।

ব্রাজিলের জনস্বাস্থ্য বিভাগ মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত করছে। মোরাইসের সঙ্গে তার ১৮ বছর বয়সী সৎমেয়েও মাকড়সার কামড়ে আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, মেয়ের অবস্থা স্থিতিশীল।

প্রসঙ্গত, মাত্র ১৫ বছর বয়সে গান শুরু করেছেন মোরাইস। তিন সদস্যের একটি ব্যান্ডও রয়েছে তার।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এনএটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।