ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ফাইটার’র গানে তাক লাগালেন হৃতিক-দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
‘ফাইটার’র গানে তাক লাগালেন হৃতিক-দীপিকা

উড়ছে বিমান, ফাটছে বোমা, মাঝ আকাশেই ধুন্ধুমার অ্যাকশন। তবে হঠাৎ গল্পে টুইস্ট, সমুদ্রের ধারে হৃতিকের ঠোঁটে ঠোঁট দীপিকার।

মুহূর্তেই দৃশ্যের বদল, হেলিকপ্টার থেকে হাতে জাতীয় পতাকা, মনে দেশপ্রেম নিয়ে হৃতিকের আগমন। ১ মিনিট ১৩ সেকেন্ড দৈঘ্যের ‘ফাইটার’র টিজারে এমনই ম্যাজিক নিয়ে হাজির হয়েছিলেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনরা।

এবার প্রকাশ হলো সিনেমার গান ‘শের খুল গায়ে’। গানটি মুক্তির পর তা দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

পার্টি ঘরানার এ গানে দেখা যায়, নাইট ক্লাবে জমিয়ে নাচছেন হৃতিক রোশান, দীপিকা পাড়ুন ও করণ সিং গ্রোভার। গানের স্বল্প সময়ের জন্য হাজির হয়ে হইচই ফেলে দেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। মুক্তির পরই এ গানের হুক স্টেপ নজর কেড়েছে।

এ গানের কথা লিখেছেন কুমার, সুর ও সংগীতায়োজন করেছেন বিশাল এবং শেখর। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল, শেখর, বেনি দয়াল, শিল্পা রাও।

প্রথম থেকেই দীপিকা ও হৃতিক অভিনীত ‘ফাইটার’ নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে তাদের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা।

‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালক ‘ফাইটার’ হচ্ছে বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শুটিং হয়েছে।

নির্মাতা সিদ্ধার্থ আনন্দই ছিলেন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ সিনেমার পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। এখন দেখার অপেক্ষা ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। ২০২৪ সালের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।