ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

আবারও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
আবারও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান

শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ মুক্তির পর সিনেমাটির জোয়ারে ভাসছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশের দর্শকরাও।

ইতোমধ্যেই বন্দর নগরী চট্টগ্রামের ভক্তদের উচ্ছ্বাসকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

গেল ২১ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘ডানকি’। একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে বসে শাহরুখের এই সিনেমাটি দেখতে পেরে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী। তারই একাংশ শেয়ার করেছে সামাজিকমাধ্যমে।

‘ডানকি’ দেখতে চট্টগ্রামের ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’ বিশেষ ধরনের প্রস্তুতি হাতে নেয়। ‘এসআরকে ইউনিভার্স টিম’ নামে ফ্যান ক্লাবের পক্ষ থেকে কিং খানের ছবি আঁকা টি-শার্ট পরে দল বেঁধে সিনেমা হলে ভিড় জমান সিনেমা দেখতে।

এমনকি হাতে শাহরুখ খানের পোস্টার নিয়ে র‍্যালিও করেছেন তারা। নিজের দেশের বাইরে ভক্তদের এই ভালোবাসা দেখে বেশ আবেগী হয়ে উঠেছেন শাহরুখও।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে টুইটারে চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ জানান শাহরুখ। চট্টগ্রামের ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’ এর পোস্ট শেয়ার করে বাদশাহ লেখেন, ধন্যবাদ বন্ধুরা। তোমাদের উদযাপনের ছবি প্রেমময়। তাদের পাঠাতে থাকুন। লাভ ইউ।

বলিউড বাদশার কাছ থেকে এমন বার্তা পেয়ে খুশি চট্টগ্রামের শাহরুখ ভক্তরা। এরপরই কিং খানের করা সে পোস্টে চট্টগ্রামের ভক্তরা ভালোবাসার শুভেচ্ছা ছড়িয়ে দিতে শুরু করে শাহরুখকে।

এর আগে বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির পরও চট্টগ্রামের ভক্তদের করা পোস্ট শেয়ার করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন বলিউড বাদশাহ।

প্রসঙ্গত, শাহরুখ খানকে নিয়ে ‘ডানকি’ নির্মাণ করেছেন রাজকুমার হিরানি। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়াও আরও রয়েছেন ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।