ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিয়ের ২ মাস পর বেবি বাম্প, কটাক্ষের শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
বিয়ের ২ মাস পর বেবি বাম্প, কটাক্ষের শিকার অভিনেত্রী

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী অমলা পল মা হতে যাচ্ছেন। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এই ঘোষণা দেন এই অভিনেত্রী।

অমলা-জগত দেশাই দম্পতির এটি প্রথম সন্তান।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন অমলা। মূলত, এটি প্রেগন্যান্সি ফটোশুটে ধারণ করা ভিডিও। যেখানে অমলার বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যায়।

এ দম্পতি কখনো সাগর পাড়ে, কখনো রিসোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন। ক্যাপশনে অমলা লেখেন, দুজন থেকে আমরা তিনজন হচ্ছি। ২০২৪ সালে নতুন আমাকে জড়িয়ে ধরো।

২০২৩ সালের ৫ নভেম্বর জগত দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমলা পল। অর্থাৎ এ দম্পতির বিয়ের বয়স মাত্র ২ মাস ৪ দিন। আর এ বিষয়  নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা; তৈরি হয়েছে বিতর্ক।

তাদের দাবি, ‘২ মাসের অন্তঃসত্ত্বা নারীর বেবি বাম্প এতটা স্পষ্ট হয় না। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন অমলা। ’ কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বিয়ে হয়েছে ২ মাস, এটা কীভাবে সম্ভব?’

কটাক্ষ করে একজন লেখেন, ‘এখনকার দিনে তারকারা প্রথমে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় নিশ্চিত হন, তারপর বিয়ের খবর নিশ্চিত করেন। ’

সামাজিকমাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক চর্চা চললেও কোনো মন্তব্য করেননি অমলা কিংবা তার স্বামী জগত দেশাই।

অমলা পলের স্বামী জগত দেশাই শোবিজ অঙ্গনের কেউ নন। তার বাড়ি গুজরাটের সুরাটে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পেশার সঙ্গে জড়িত। পেশাগত কারণে উত্তর গোয়াতে বসবাস করেন তিনি।

জগত দেশাইয়ের সঙ্গে অমলার দ্বিতীয় সংসার। ২০১৪ সালে পরিচালক এএল বিজয়কে বিয়ে করেন অমলা পল। কিন্তু বিয়ের ৩ বছর পর ভেঙে যায় এ সংসার। ২০১৮ সালে ভবনিন্দুর সিং দত্তের সঙ্গে অমলার বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। বিয়ে করবেন বলেও একাধিকবার বলেন এই জুটি।

পরবর্তীতে ভবনিন্দু ও অমলা পল যৌথভাবে প্রযোজনা সংস্থা চালু করেন। কিন্তু কাগজপত্র নকল করে এ প্রতিষ্ঠানের পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অভিনেত্রী অমলা পলকে। তা ছাড়াও তাদের ঘনিষ্ঠ ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ভবনিন্দুর। পরে ভারতীয় দণ্ডবিধির ১৬ ধারার অধীনে মামলা করেন অমলা।

অমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভোলা’। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন অজয় দেবগন। বর্তমানে অমলার হাতে রয়েছে ‘আদুজিভিথাম’সহ মালায়ালাম ভাষার ৩টি সিনেমা।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।