ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বোনের মৃত্যুর একদিন পরেই মারা গেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
বোনের মৃত্যুর একদিন পরেই মারা গেলেন অভিনেত্রী

দীর্ঘদিন ধরেই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত ছিলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি। শুক্রবার (৮ মার্চ) মারা গেছেন তিনি।

৪৮ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছে তার পরিবার।

জানা গেছে, ডলির মৃত্যুর একদিন আগেই জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান তার বোন অমনদীপ সোহি।  

ওই পোস্টে জানানো হয়েছে, আমাদের আদরের ডলি আজ অমৃতলোকে পাড়ি দিলো আমাদের ছেড়ে। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ দুপুরেই ওর শেষকৃত্য সম্পন্ন হবে।

অমদীপের মৃত্যুর পর তাদের ভাই জানিয়েছিলেন, হ্যাঁ, এটা ঠিক যে অমনদীপ আর নেই। ডলিও অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় ইমারজেন্সিতে ভর্তি। আমরা এখনও ওর বিষয়ে চিকিৎসককে কিছুই জিজ্ঞেস করে উঠতে পারিনি।  

জানা যায়, তার ক্যান্সার ধরা পড়ার চিকিৎসা চলে। তখন কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শেষ রক্ষা হল না।

কিছুদিন আগে ‘ঝনক’ শোতে অংশ নিয়েছিলেন ডলি। কিন্তু শরীরে ক্যান্সার থাবা বসালে তাকে সেই শো মাঝপথেই ছাড়তে হয়। কেমোথেরাপির পর তিনি এক টানা অনেকক্ষণ শুট করতে পারতেন না।

ডলি সোহি হিন্দি ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। তিনি প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।