ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রকৃত শিল্পীদের নিয়েই শিল্পী পরিষদ গঠন করা হবে: নিপুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
প্রকৃত শিল্পীদের নিয়েই শিল্পী পরিষদ গঠন করা হবে: নিপুণ

নরসিংদী: চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

নিপুণ বলেন, এবার তাদের পরিষদের পুরোনো শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রকৃত শিল্পীদের নিয়েই শিল্পী পরিষদ গঠন করা হবে।

তরুণ ও নতুন শিল্পীদের নিয়েই এবার মাঠে আসবে তারা।

জায়েদ খানের সদস্য পদ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, শিল্পী সমিতির কার্যকরি পরিষদের সিদ্ধান্ত মোতাবেকই তার সদস্য পদ বাতিল করা হয়। এটি আমার একক সিদ্ধান্ত নয়।

রোববার (১৭ মার্চ) বিকেলে নরসিংদীতে একটি ফ্যাশন হাউজের শো-রুম উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি চলচ্চিত্র সমিতির ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা দুইটি প্যানেলে যাবেন। যাদের আপনাদের ভালো লাগবে ভোটটা তাদেরকেই দেবেন। আমরা সবাই চলচ্চিত্রের লোক।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় শো-রুমের মালিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।  

এর আগে ফিতা কেটে নরসিংদীতে ফ্যাশন হাউজের শো-রুমের উদ্ধোধন করেন চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।