ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেশের গানে পান্থ কানাই 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
দেশের গানে পান্থ কানাই  পান্থ কানাই

এবার দেশের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় শিল্পী পান্থ কানাই। ‘জীবনের দামে কেনা’ শিরোনামের গানটি প্রকাশ হবে আসছে স্বাধীনতা দিবস অর্থাৎ ২৬ শে মার্চে।

এ গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।

গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, অনেক দিন পর দেশের গান করেছি। দেশের গানের প্রতি আমার সব সময় একটা টান থাকে। এছাড়া দেশের এ গানটির কথা ও সুর পছন্দ হওয়ায় গানটি গাইলাম। কথা ও সুরে দারুণ মেলোডি আছে। আমার পছন্দের একটি গান হয়ে থাকবে এটি।

সুরকার অন্তু গোলন্দাজ বলেন, আমার প্রিয় শিল্পীদের একজন পান্থ কানাই। তার কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। এখন সবাই টিকটক ভাইরাল হবার গান নিয়ে ব্যস্ত। আমি সেখান থেকে বের হয়ে দেশের গান করেছি। যারা দেশের গান পছন্দ করেন তাদের এ গানটি আশা করি ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।