ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

নতুন গান নিয়ে এলেন সানাম সুমী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
নতুন গান নিয়ে এলেন সানাম সুমী

এই সময়ের কণ্ঠশিল্পী সানাম সুমী নিজের প্রতিভার প্রমাণ অনেক আগেই দিয়েছেন। তার কণ্ঠে কয়েকটি গান ব্যাপক শ্রোতাপ্রিয়তাও পেয়েছে।

নিয়মিত গান করা সুন্দরী এই গায়িকার ঈদ আয়োজনে মুক্তি পেয়েছে নতুন একটি গান। শিরোনাম ‘অনুভবে তুই, ভাবনাতেও তুই’। তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছে টি কে তারিক।

গানটির কথা ও সুর করেছেন এইচ এম রিপন এবং সঙ্গীতায়োজন করেছেন শিবলু মাহমুদ। গানটি ‘রিটার্ন টিকিট’ নামের ঈদের বিশেষ নাটকে ব্যবহৃত হয়েছে। নাটকটি চ্যানেল নাইনে প্রচারিত হয়েছে। গানটি মুক্তি পেয়েছে প্লে-মিউজিক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে।

গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সালহা খানম নাদিয়া এবং গোলাম কিবরিয়া তানভীর অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন এস এম রুবেল রানা। নাটকটি প্রযোজনা করেছেন কাজী মোর্শেদ মুন্না। এরই মধ্যে গানটি বেশ সাড়াও ফেলেছে।

নতুন গান প্রসঙ্গে সানাম সুমী বলেন, গানের কথা ও সুর ভালো লাগায় গানটি গেয়েছি। সব শ্রেণির মানুষের জন্য এই গানটি। এর আগেও আমি ‘লাভ স্টেশন’, ‘প্রেম আমার’, ‘সব গল্প রুপকথা নয়’ এমন অনেক জনপ্রিয় নাটকের টাইটেল গান গেয়েছিল। অনেক দিন পর নতুন নাটকে গাইলাম। আশা করি, নতুন এই গানটি সবার ভালো লাগবে।

অভিনেত্রী নাদিয়া বলেন, এটি সিনেম্যাটিক রোমান্টিক একটি গান। গানটি আমার ভীষণ ভালো লেগেছে। মনোরম লোকেশনে ভিডিও চিত্রায়িত হয়েছে। আশা করছি, সবার পছন্দ হবে।

নির্মাতা রুবেল রানা বলেন, এখনকার দর্শক গানের সঙ্গে মনোরম দৃশ্য দেখতে চায়। তাই কথার সঙ্গে সুন্দর পরিবেশে গানটি নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শকের গান-ভিডিও পছন্দ হবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।