ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

তাদের নাটক ‘দুই বধু এক স্বামী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ১৪, ২০২৪
তাদের নাটক ‘দুই বধু এক স্বামী’

বিয়ে নিয়ে এতটা জটিল ও মজার ঘটনা সম্ভবত আর কোনো দম্পতির জীবনে ঘটেনি, যেটা ঘটেছে ‘দুই বধু এক স্বামী’ নাটকে। এতে তরুণ অভিনেতা আফজাল সুজনের দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়সী শ্রেয়া ও রিফাত জাহান।

সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। গোলাম সরওয়ার অনিকের গল্পে নাটকটি পরিচালনা করেছেন এ সময়ের ব্যস্ত নির্মাতা নাজমুল রনি।

নাটকটি নিয়ে এই নির্মাতা বলেন, ঝামেলায় জড়িয়ে দুই বিয়ে করে আফজাল সুজন। বিয়ের পর আরও ঝামেলায় জড়িয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে বড় লোকের মেয়ে বিয়ে করে আফজাল। ঘটতে তাকে নাটকীয় সব ঘটনা। খুব শিগগিরই নাটকটি টেলিভিশনে প্রচারের পর ইউটিউবে মুক্তি পাবে।

শ্রেয়সী শ্রেয়া বলেন, টিপিক্যাল প্রেমিকার চরিত্রে অভিনয় করেছি। বয়ফ্রেন্ডকে জোর করে বিয়ে করে সংসার করি। নাটকে বিয়ে নিয়ে দারুণ একটি কাহিনি রয়েছে। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি, সব ধরনের দর্শকদের নাটকটি ভালো লাগবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।