ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার হিন্দু সম্প্রদায়কে ঈদ উপহার দিলেন ডিপজল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এবার হিন্দু সম্প্রদায়কে ঈদ উপহার দিলেন ডিপজল

এবারের ঈদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে কর্মহীন শিল্পীদের সহযোগিতার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক ‘মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেনে ডিপজল। তিনি ব্যক্তিগতভাবে এই অনুদান দিয়েছেন।

ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে তার কোরবানি দেয়ার কথা থাকলেও বড় ভাই প্রযোজক শাহাদাত হোসেন বাদশা ঈদের দুদিন আগে মৃত্যুবরণ করায় তিনি কোরবানি দিতে পারেননি।

ঈদের পর শিল্পী সমিতির নির্বাহী পরিষদের কর্মকর্তারা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে ডিপজল তাদের শিল্পীদের ঈদের সহযোগিতা হিসেবে সমিতির ফান্ডে ১০ লাখ টাকা তুলে দেন।

এবার এই অভিনেতা হিন্দু সম্প্রদায়কে ঈদ উপহার দিয়েছেন। ডিপজলের পক্ষ থেকে রোববার (২৩ জুন) হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন তার ছেলে সাদাব মনোয়ার ফাহিম। মিরপুর এলাকার দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে খাসির মাংস, শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি উপহার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এনএটি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।