ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন এমা রবার্টস

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
বাগদান সারলেন এমা রবার্টস

বাগদান সারলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী এমা রবার্টস। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা কোডি জনের সঙ্গেই বাগদান সারেন এই মার্কিন তারকা।

ইনস্টাগ্রামে খবর জানান তিনি নিজেই।

কোডি জনের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন এমা রবার্টস। এর ক্যাপশনে লেখেন, ‘মা সবাইকে বলে দেওয়ার আগেই জানিয়ে রাখলাম। ’
ছবিতে এমার অনামিকায় একটি আংটি দেখা গেছে। ইনস্টাগ্রামে পরিবারের সদস্য ও সহকর্মীরা এই জুটিকে অভিনন্দন জানাচ্ছেন।

অনেকটা চুপিসারে প্রেম করেছেন এমা ও কোডি। ২০২২ সালের আগস্টের দিকে ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে প্রেমের সম্পর্কটা প্রকাশ্যে আনেন তারা। এর পর থেকে বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।

শেষ ‘স্পেস ক্যাডেট’ চলচ্চিত্রে দেখা গেছে এমাকে। অন্যদিকে, ‘দ্য রকি’, ‘ইন দ্য ডার্ক’র মতো আলোচিত সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন কোডি জন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।