ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের দুই মাস পরই মা হতে যাওয়ার ঘোষণা এমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
বিয়ের দুই মাস পরই মা হতে যাওয়ার ঘোষণা এমির

বিয়ের দুই মাসেই সুখবর দিলেন এমি জ্যাকসন। দক্ষিণি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ব্রিটিশ এই তারকা জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন।

দুই মাস আগে ‘গসিপ গার্ল’ অভিনেতা এড ওয়েস্টউইকে বিয়ে করেন তিনি।

বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সুসংবাদ সবার সঙ্গে ভাগ করে নেন তারা। তবে এটাই প্রথমবার নয়, এমি এর আগেও সন্তানের মা হয়েছেন।

২০১৯ সালে প্রথমবার মা হয়েছিলেন এমি। তার প্রথম সন্তান আন্দ্রেয়াসের বয়স এখন পাঁচ। প্রথম স্বামী জর্জ ও অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালে। এর পর থেকে পুত্রসন্তানকে নিয়ে একা থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী।

বিবাহবিচ্ছেদের এক বছর পর অর্থাৎ ২০২২ সালে এড ওয়েস্টউইকের সঙ্গে সম্পর্কে জড়ান এমি। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে বাগদান সেরেছিলেন তারা। এরপর গেল আগস্টে ইতালিতে বিয়ের পর্ব সারেন এই জুটি।

এমি জ্যাকনস জন্মসূত্রে ব্রিটিশ, তবে বলিউড ও দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন এমি। ২০১২ সালে ‘এক দিওয়ানা থা’ সিনেমার দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন তিনি।

এদিকে হলিউডের পরিচিত অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে ‘চিলড্রেন অব মেন’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ‘গসিপ গার্লে’ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।