ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন প্রেম আর বই নিয়ে সুখবর দিলেন ভাবনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
নতুন প্রেম আর বই নিয়ে সুখবর দিলেন ভাবনা

জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে দু’মুখো আচরণে সমালোচিত হন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর থেকে অনেকটা আড়ালে চলে যান এ অভিনেত্রী।

তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এখন আড়াল থেকে বের হচ্ছেন ভাবনা।

শুক্রবার (১৫ নভেম্বর) ওয়েডিং ফেস্টিভ্যালে অংশ নেন ভাবনা। এসময় নতুন প্রেমের বিষয়ে কথা বলেন এ অভিনেত্রী।  

অভিনয়, নৃত্য ছাড়াও বহুগুণ রয়েছে ভাবনার। যার মধ্যে একটি ছবি আঁকা। বেশ ভালো ছবি আঁকেন তিনি। আর এই ছবি আঁকতে গিয়েই এবার তার সবুজ রঙের প্রতি প্রেম বেড়েছে বলে জানান তিনি।  

ভাবনার ভাষ্য, ইদানিং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছ, প্রকৃতির ছবি আঁকছি৷ তবে ব্যক্তি প্রেমে পড়তে চান না এই অভিনেত্রী।  

ভাবনার লেখক হিসেবেও পরিচিতি রয়েছে। তার লেখা ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ মেলার মাঠে বেশ সাড়া ফেলেছিল। ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’ও ছিল বেশ আলোচনায়। সবশেষ চলতি বছরের বইমেলায় প্রকাশ হয়েছিল তার উপন্যাস ‘কাজের মেয়ে’। সেই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই নিয়ে আসছেন ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকা।  

ভাবনা জানান, ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন বই। এর নাম ‘আমার কোন বন্ধু ছিল না’। তবে এটি কবিতা, গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি এই অভিনেত্রী।

এদিকে সবশেষ ভাবনা যুক্ত হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমায়। পরিচালক হিমু আকরামের এই সিনেমায় জুলেখা চরিত্রে দেখা যাবে ভাবনাকে। এতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরিফুল রাজ।  

ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। তিনি কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমার।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।