ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কালচারাল ফেস্ট ২.০

চ্যাম্পিয়ন ব্র্যাক, রানার-আপ জাহাঙ্গীরনগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
চ্যাম্পিয়ন ব্র্যাক, রানার-আপ জাহাঙ্গীরনগর

দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে ইভেন্ট বক্সের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘কালচারাল ফেস্ট’। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী ‌‘কালচারাল ফেস্ট ২.০’ নামে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকা- এই চার বিষয়ের প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় দর্শক মাতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচটি ব্যান্ড- ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, অ্যাভোয়েড রাফা ও শিরোনামহীন।  

প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন চার বিভাগের স্বনামধন্য ও সম্মানিত চার জন শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্ব। তারা হলেন আহসান হাবিব নাসিম, ওয়াসেক মোত্তাকিনুর রহমান, এলিটা করিম এবং শামসুল আলম আজাদ।

আয়োজনে বিজয়ী হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও রানার-আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয় বিইউএফটি (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি)।

এবারের আয়োজন নিয়ে ইভেন্ট বক্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শারমিন রহমান বলেন, আমাদের লক্ষ্য হল এমন একটি মঞ্চ তৈরি করা যেখানে তরুণদের উজ্জ্বল প্রতিভা বিকশিত হতে পারে, যেন তাদের সৃজনশীলতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি এই ধরনের ইভেন্ট দেশের সাংস্কৃতিক ঐক্য ও ঐতিহ্য প্রতিফলিত হবে। আমি পার্টনার ও সমর্থকদের ইভেন্টটিকে প্রাণবন্ত করতে দেখে রোমাঞ্চিত।

ইভেন্ট বক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, কালচারাল ফেস্ট ২.০ শুধুমাত্র একটি ইভেন্ট নয় বরং তরুণদের জন্য তাদের সৃজনশীলতা ও আবেগ প্রকাশের প্ল্যাটফর্ম। আমরা গর্বিত বিশ্ববিদ্যালয় থেকে এতো উজ্জ্বল প্রতিভা এবং সময়ের সবচেয়ে জনপ্রিয় কিছু ব্যান্ড একসঙ্গে আনতে পেরে।

ইভেন্ট বক্সের সিএসও ওয়াহিদ ওহী অনুষ্ঠানের পেছনে সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেন বলেন, কালচারাল ফেস্ট ২.০ আমাদের অংশীদার ও তরুণদের আবেগকে একীভূত করে তোলে। একসঙ্গে আমাদের নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকার অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।