ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ফের অসুস্থ গোবিন্দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
ফের অসুস্থ গোবিন্দ গোবিন্দ

ভোটের প্রচারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ও রাজনীতিক গোবিন্দ।  

শনিবার (১৭ নভেম্বর) মহারাষ্ট্রের জলগাঁওয়ে নির্বাচনী প্রচারে বেরিছিলেন তিনি।

কিন্তু প্রচারের মাঝে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। পরে তার নির্বাচনী কর্মসূচিতে কাটছাঁট করতে হয়।

ভারতীয় সংবাদ সংস্থা (পিটিআই) সূত্রে খবর, ২০ নভেম্বরের নির্বাচনের আগে মহারাষ্ট্রের শাসক জোট মহায়ুতি প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছিলেন ওই অভিনেতা।

জানা যায়, ভোটের প্রচারের জন্য জলগাঁওয়ে ছিলেন অভিনেতা। সেখান থেকে তার একাধিক এলাকায় প্রচার সেরে মুম্বাই ফিরে আসার কথা ছিল। কিন্তু রোড শো শুরু হতেই অসুস্থবোধ করেন অভিনেতা। থামাতে হয় সেই কর্মসূচি।

তার আগে যদিও তিনি সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়ানোর কথা বলেন। সেই সঙ্গে বিজেপি, শিব সেনা, এনসিপি জোটপ্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার অনুরোধও করেন। সাবেক কংগ্রেস সংসদ সদস্য গোবিন্দ কয়েক মাস আগে যোগ দিয়েছিলেন একনাথ শিন্ডের শিব সেনায়।

অক্টোবরের শুরুর দিকেই ভুল করে নিজের পায়ে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। এতে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা। মাস ঘুরতে না ঘুরতেই ফের অসুস্থ তিনি।

পরিবার সূত্রে জানা যায়, তাকে তখনই মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অভিনেতা কি এখনো হাসপাতালে? কেমন আছেন তিনি? পরিবারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টাম নভেম্বর ১৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।