ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে: বেবী নাজনীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে: বেবী নাজনীন বেবী নাজনীন

নীলফামারী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদরা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এসব বীর শহীদদের আমরা কোনোদিন ভুলতে পারবো না।

কারণ ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।  

শনিবার (৩০ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে একথা বলেন ব্লাক ডায়মন্ড খ্যাত সংগীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।  

বেবী নাজনীন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচারের। আমি সাধ্যমতো শহীদ পরিবারের পাশে থাকবো। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়াকে স্মরণ করে বলেন, আমি নিজ জন্মভূমি সৈয়দপুরের জন্য কিছু করতে চাই।  

এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমাকে নমিনেশন দেবে কিনা তা বলতে পারছি না।  তবে নির্বাচনের বিষয়টি এখনো আলোচনায় আসেনি।  

তিনি আরও বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার।  আমি সৈয়দপুরে এসেছি, আপসহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের জন্য দোয়া চাই।   

বেবী নাজনীনের আগমনকে কেন্দ্র করে বিএনপি দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। বিমানবন্দরে সৈয়দপুর বিএনপির জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ প্রমুখ তাকে স্বাগত জানান।  

বেবী নাজনীন পরে স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ সাজ্জাদ হোসেনের বাঙ্গালীপুরের বাসায় যান এবং পরিবারের খোঁজখবর নেন। এরপর তার পৈতৃক ভিটা সৈয়দপুর শহরের সরকারপাড়া বাসায় যান। বিকেলে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।