ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হৃদরোগে আক্রান্ত তপন চৌধুরী, পরানো হল দুটি রিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
হৃদরোগে আক্রান্ত তপন চৌধুরী, পরানো হল দুটি রিং তপন চৌধুরী

গুণী সংগীতশিল্পী তপন চৌধুরী পরিবার নিয়ে এখন কানাডায় থাকেন। সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।

চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। বিষয়টি জানিয়েছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।

তপন চৌধুরীর শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গেল সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। ২৬ নভেম্বর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, তপনদার পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

সত্তরের দশকের শেষ দিকে গানের জগতে পদচারণ তপন চৌধুরীর। ব্যান্ডে গাওয়ার পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’, এ রকম অনেক শ্রোতৃপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।