ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হ্যারি পটারের নতুন সিজন, শুটিং শুরু কবে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
হ্যারি পটারের নতুন সিজন, শুটিং শুরু কবে?

‘হ্যারি পটার’-এর জাদুর দুনিয়া এতটা বুঁদ করতে পারবে পরবর্তী প্রজন্মকে সেটা যখন লিখতে শুরু করেন জে কে রাউলিং নিজেও কল্পনা করেননি। কিন্তু প্রকাশিত বইয়ের আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে নতুন করে লিখতে বাধ্য করেছে।

কেবল বইয়েই সীমাবদ্ধ থাকেনি, ওয়ার্নার ব্রুসের ব্যানারে নির্মিত হয়েছে আটটি সিনেমা।

হ্যারি পটারের জনপ্রিয়তা যে কিছু মাত্র কমেনি, তার সর্বশেষ প্রমাণ প্রযোজনা প্রতিষ্ঠান এইচবিওর সাম্প্রতিক এক ঘোষণা। ২০২৫ সালেই হ্যারি পটার সিরিজের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, সিরিজটি চিত্রায়ণ হবে হার্ডফোর্ডশায়ারে অবস্থিত ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওতে। এর আগে মুক্তি পাওয়া আটটি সিনেমার শুটিংও সেখানে হয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের স্ট্রিমিং সার্ভিস ম্যাক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যারি পটার সিরিজটি হবে জে কে রাউলিংয়ের বইগুলোর একটি বিশ্বস্ত রূপান্তর। সিরিজে নতুন অভিনেতা নেওয়া হবে। প্রধান চরিত্রগুলোর জন্য ৩২ হাজার শিশুর অডিশন নেওয়া হয়েছে এরই মধ্যে।

ওয়ার্নার ব্রাদার্স হলো আগের সিনেমার প্রযোজনা সংস্থা, যেখানে অভিনয় করেছিলেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট। ১২ বছর বয়সে গ্রিন্ট নিউজরাউন্ডে একটি খোলা কাস্টিং সম্পর্কে রিপোর্ট দেখে এ চরিত্রের জন্য আবেদন করেছিলেন তারা। অবশ্য এবার টিভি কাস্টিংয়ের শর্ত ছিল, আবেদনকারীদের ২০২৫ সালের এপ্রিলের মধ্যে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ৯-১১ বছরের মধ্যে।

এইচবিও জানিয়েছে, হাজার হাজার শিশু আবেদন করার পর প্রতিদিন প্রায় এক হাজার ভিডিও টেপ পর্যালোচনা করা হয়েছে।

টিভি সিরিজটি ২০২৩ সালে ঘোষণা করা হয়। তখন ম্যাক্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি নতুন প্রজন্মের ভক্তদের মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করবে। যদিও ২৫ বছরেরও বেশি সময় ধরে ভক্তরা হ্যারি পটারের প্রতি তাদের ভালোবাসা দেখিয়ে আসছে। তবে নতুন সিরিজ আরও চমৎকারিত্ব নিয়ে হাজির হওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।

আশা করা হচ্ছে, সিরিজটি মোট সাতটি সিজনে বিভক্ত হবে, প্রতিটি সিজনে জে কে রাউলিংয়ের একটি বই রূপান্তর হবে। বইগুলোর বর্ণনাভঙ্গি ও কাঠামোকে অবিকৃত রাখা হবে। সিরিজটির জন্য ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলডকে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত করা হয়েছে।

এর আগে তারা বহুল প্রশংসিত ড্রামা ‘সাকসেশন’-এ কাজ করেছিলেন। সিরিজের প্রধান চরিত্রগুলোয় কে বা কারা অভিনয় করবে, তা ঘোষণা করা হবে পরবর্তী সময়ে। এর আগে হ্যারি পটার, রন উইসলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।