ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসিফ আলতাফের ‘ব্যাকুল হৃদয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আসিফ আলতাফের ‘ব্যাকুল হৃদয়’

মুক্তি পেয়েছে আসিফ আলতাফের মিউজিক ভিডিও ‘ব্যাকুল হৃদয়’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় গায়কের ইউটিউব চ্যানেল ‘আসিফ আলতাফ অফিসিয়াল এ মুক্তি দেওয়া হয়।

ব্যাকুল হৃদয় নিয়ে গায়ক বলেন, ‘হারানো সুখ খুঁজে ফেরার চেষ্টা করা হয়েছে গানটিতে। বেশ কিছুদিন প্রতিবাদী ও ভিন্নধর্মী গান করলাম। হঠাৎ করে গানটা মাথায় এলো। তখন মনে হলো, হয়ে যাক একটা মিষ্টি বিরহী গান। ’ 

তিনি বলেন, ‘দেশের বাইরে মনোরম পরিবেশে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। দর্শক এ গানে মন, কান ও চোখের আরাম অনুভব করবেন। ’  

সোয়েব আহমেদের পরিচালনায় মনমুগ্ধকর একটি ভিডিও নির্মাণ হয়েছে যা গানের আবেদনে বাড়তি মাত্রা যোগ করবে বলে তিনি জানান।

ব্যাকুল হৃদয়ের ভিডিওগ্রাফিতে ছিলেন সোয়েব আহমেদ ও আসিফ নোমানী। ড্রোন পাইলটের দায়িত্ব পালন করেছেন শাহিল পাসওয়ান, ভিডিও এডিট ও কালার করেছেন ফখরুল ইসলাম।   

ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ।

জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ শিরোনামে করেন দুটি গান।  

এরপর শ্রোতাদের একের পর এক উপহার দেন, ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’। গানগুলো বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ভাষাভাষী শ্রোতারা পছন্দ করেছেন।

তার গাওয়া ‘টাকা’ শিরোনামের গানটি এক কোটির বেশি দর্শক দেখেছেন। ‘দালালের বন্যা’ও শুনেছেন কয়েক কোটি দর্শক।

উল্লেখিত গানগুলো ছাড়াও আসিফ আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশকিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

গানের লিংক - https://youtu.be/2vQunV_emPU?si=tC4TXmBTL78sVFVq

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।